রবিবার ভোরবেলা কোপা আমেরিকার( Copa America) কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে আর্জেন্তিনা( Argentina)। প্রতিপক্ষ ইকুয়েডর( ecuador)। আর্জেন্তাইনদের তুলনায় দুর্বল দল হলেও, প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। বরং ইকুয়েডরের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েও ঝাপাতে চাইছেন তিনি। অপরদিক, শেষ ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়ে আত্মবিশ্বাসি ইকুয়েডর। মেসিদের রুখে দিয়ে চমক দিতে মরিয়া তারা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে আটকে গিয়েও পরবর্তী ম্যাচ গুলিতে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করেছে মেসির দল। তবে এত কিছুর মধ্যেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ আর্জেন্তাইন কোচ স্কালোনি। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” পর্বে সমস্ত দলই সমান বিপজ্জনক। ইকুয়েডর দলটা গতিশীল, তারই সঙ্গে ওরা একটু শরীরী ফুটবলে বিশ্বাস করে। ফলে আমাদের সতর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে।”
আরও পড়ুন:ইংল্যান্ড সিরিজে শুভমনের জায়গায় কে? উঠছে এই ওপেনারের নাম