স্বস্তি দিয়ে দেশে নিম্নমুখী কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণের সঙ্গে কমল মৃত্যুও

0
1

গতকালের তুলনায় করোনার দৈনিক সংক্রমণ আরও খানিকটা নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জন। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এই নিয়ে অতিমারি পর্বে দেশে মোট ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হল ।
স্বস্তির খবর যে, গত কয়েকদিন ধরেই ধারাবাহিকতা বজায় রেখে দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক তা ২.৩৫ শতাংশ। সেইসঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৪ হাজার ১০৪ জন পৌঁছেছে। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, বিশ্বে প্রায় ১০০ টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ফলে বিশ্বজুড়ে করোনা মাহামারি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। ড. টেড্রোস আধনোম ঘেব্রিয়েসাস বলেছেন, এই ভ্যারিয়েন্টের এখনও চরিত্র পরিবর্তন চলছে। অতিমারির এই কঠিন পর্বের মোকাবিলায় টিকাকরণের ওপর জোর দিয়ে তিনি বলেছেন, আমি ইতিমধ্যেই বিশ্বের নেতাদের কাছে আগামী বছরের এই সময়ের মধ্যে প্রত্যেক দেশের ৭০ শতাংশ মানুষের টিকাকরণ নিশ্চিত করার আর্জি জানিয়েছি।