গায়ের রং নিয়ে কুৎসিত মন্তব্য, লালবাজারে অভিযোগ অভিনেত্রী শ্রুতির

0
1

গায়ের রং নিয়ে কুৎসিত ও অশালীন মন্তব্যের শিকার হলেন বাংলা মেগা সিরিয়ালের অভিনেত্রী শ্রুতি দাস (actress Shruti das)। গত বৃহস্পতিবার লালবাজারে (Lalbazar) তিনি এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে তাঁকে নিয়ে এ জাতীয় কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। শ্রুতির অভিযোগ, নানা জনে তাঁর সম্বন্ধে অশালীন মন্তব্য করছেন। আর এই বিষয়টি আজকের নয়। যেদিন থেকে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন, সেদিন থেকেই এই লাগাতার কুৎসা চলছে। তবে শ্রুতি বলেছেন, ‘ আমি একা নই যাকে এই ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। আমাদের গায়ের রঙ আমাদের হাতে নেই। কোথাও কোনও আইনে লেখা নেই, মুখ্য চরিত্রকে সবসময় ফর্সা হতে হবে। যিনি চরিত্রায়ণ করেন, তিনি ভেবেচিন্তেই ঠিক করেন। এটা সকল দর্শকের বোধগম্য হয় না, তবে তা তাঁদের ব্যক্তিগত সমস্যা। এখন সেই ব্যক্তিগত সমস্যা বা রাগগুলো বের করার জায়গা হয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সেখানে কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না। যেখানে আমরা মা কালী, কৃষ্ণকে পুজো করছি, সেখানে একটি কালো মেয়েকে মুখ্যচরিত্রে মেনে নিতে পারছি না। আমি একটাই জিনিস চাই, আগামী ১০ বছর পর আমার মতো কেউ যখন নায়িকা বা অভিনেত্রী হয়ে আসবেন, তখন তাঁকে যেন এই সমস্যার সম্মুখীন না হতে হয়।“