পুলিশি অভিযানে খাস কলকাতায় উদ্ধার ১৬টি তাজা বোমা

0
1

আনন্দপুর থানা এলাকা থেকে উদ্ধার হল ১৬টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে আনন্দপুর থানার গুলশন কলোনিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ১৬টি তাজা বোমা উদ্ধার করে তাঁরা। ঘটনায় ৪ জনকে গ্রেফপতার করা হয়েছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড।
জানা গেছে, টেস্টিং-এর জন্য বোমা ফাটানোর আওয়াজ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। সেই সূত্র ধরে শুক্রবার গভীর রাতে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে লুকিয়ে ছিল চার দুষ্কৃতী। ধৃতদের নাম মহম্মদ ফৈয়াজ, শেখ বিক্রম, সাদ্দাম হুসেন ও শেখ সমীর। শুধু বোমাই নয়, বোমা তৈরির প্রচুর মশলা উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই বাড়িতে বোমা তৈরি হত। কিন্তু কারা এই বোমা তৈরি করত, কোথায় যেত এ সব বোমা, তা জানার চেষ্টা চলছে।