পরিষদীয় আদব-কায়দা শেখাতে তৃণমূল বিধায়কদের মঙ্গলবার ক্লাস

0
1

দলের বিধায়কদের, বিশেষত নতুন বিধায়কদের পরিষদীয় কায়দা-কানুন শেখাবে তৃণমূল কংগ্রেস। ক্লাস নেবেন সিনিয়র নেতারা। মঙ্গলবার তৃণমূল ভবনে দুপুরে এই ক্লাস হবে। শুক্রবার এখবর জানান পার্থ চট্টোপাধ্যায়।

বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন সাফ জানান, রাজ্যপাল নিয়ম মেনে বিধানসভায় এসেছেন, বাজেট ভাষণের প্রথম আর শেষটুকু পড়েছেন, টেবল করেছেন, ধন্যবাদ জ্ঞাপন নিয়েছেন, আবার নিয়ম মেনে চলে গিয়েছেন। যারা বলছেন, রাজ্যপালকে ভাষণ দিতে দেওয়া হয়নি, তাঁরা ভুল কথা বলছেন। পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপালের ভাষণে কেন ঘরছাড়াদের কথা নেই?

উল্লেখ্য, এদিন বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করে মাল্যদান করে বিধানসভা কক্ষে প্রবেশ করে ৪ মিনিটের মধ্যে ভাষণ ‘টেবল’ করে মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সৌজন্য বিনিময় করে বিধানসভা ত্যাগ করেন।

আরও পড়ুন- গুগল থেকে সরানো হল ৫৯ হাজারের বেশি লিঙ্ক!