আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস

0
3

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস( toni kroos)। দেশের ফুটবলকে বিদায় জানালেন জার্মানির(Germany)এই সুপারস্টার মিডফিল্ডার। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবসরের কথা জানান ক্রুস। মাত্র ৩১ বছর বয়সেই এমন সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি।

বিবৃতিতে ক্রুস নিজের আন্তর্জাতিক কেরিয়ারের বহু ভালো মুহুর্তের কথাগুলি শেয়ার করেছেন। এও জানিয়েছেন, বর্তমানে তিনি নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে পুরো ফোকাস রাখতে চান।

২০১০ সালে সিনিয়র জার্মানি দলে অভিষেক ঘটে ক্রুসের। জার্মানির হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন তিনি। ১৭ টি গোল করেছেন ক্রুস। ২০১৪ বিশ্বকাপে জার্মানির জয়ের বড় অংশ ছিলেন ক্রুস। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন তিনি।

চলতি ইউরো কাপে  জার্মানির হয়ে দারুণ খেলেছিলেন ক্রুস। কিন্তু শেষ ষোলোয় ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় জার্মানি। ইউরো শুরুর আগে ক্রুস বেশ কিছু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। অবশেষে তাই করলেন ক্রুস।

আরও পড়ুন:ইংল‍্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারে ভারতীয় দল