উইম্বলডনে তৃতীয় পর্বে পৌঁছে গেলেন রজার ফেডেরার

0
8

উইম্বলডনের(Wimbledon) তৃতীয় পর্বে পৌঁছে গেলেন রজার ফেডেরার( Roger Federer)। বৃহস্পতিবার তিনি হারিয়ে দিলেন রিচার্ড গ্যাসকোয়েটকে। ম‍্যাচের ফলাফল ৭-৬, ৬-১, ৬-৪। এই নিয়ে ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেডেরার। পরের ম্যাচে ফেডেরার মুখোমুখি ক্যামেরন নোরি।

স্ট্রেট সেটেই ম্যাচ জিতেছেন সুইস কিংবদন্তি। যদিও প্রথম সেটে ফেডেরার সঙ্গে ভয়ঙ্কর লড়াই করেন গ্যাসকোয়েট। খেলা গড়ায় টাইব্রেকারে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেটে ফেডেরার দুরন্ত ক‍্যামব‍্যাক করেন।

ম্যাচ জিতে ফেডেরার বলেন, “নিজের খেলায় আমি খুশি। এই ধারাবাহিকতা আমি ধরে রাখতে চাই। নিজেকে প্রস্তুত করছি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস