পিএনবি কাণ্ডে বড় সাফল্য ইডির, টাকা ফেরালেন নীরব মোদি-র বোন

0
1

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক জালিয়াতি কাণ্ডে (Punjab National Bank fraud case) বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রায় ১৭.৫ কোটি টাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফেরাল নীরব মোদির বোন পূরবী মোদি।

১৩ হাজার ৫০০ কোটি টাকার পিএনবি আর্থিক জালিয়াতি কাণ্ডে নীরব মোদির পাশাপাশি নাম জড়ায় তাঁর বোন পূরবী মোদি ও তাঁর স্বামী মৈনাকের। যদিও গত জানুয়ারি মাসে তাঁদের মুক্তি দেয় আদালত। তদন্তের কাজে সাহায্য করার আশ্বাস দেয় তাঁরা। এরপরই ২৪ জুন কেন্দ্রীয় সংস্থাকে পূরবী জানায়, লন্ডনে তাঁর নামে খোলা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছে নীরব মোদি। তদন্তের স্বার্থে সেই টাকা ফিরিয়ে দেবেন তিনি। সেই শর্ত অনুযায়ী বৃহস্পতিবার তাঁর লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ১৭.৫ কোটি টাকা ফিরিয়ে দিলেন রাজসাক্ষী পূরবী মোদি।

পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদি এবং মেহুল চোকসির বিরুদ্ধে। ২০১৮ সালে তাঁদের বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করার আগেই বিদেশে পালায় নীরব-মেহুল। যদিও ব্রিটেনের একটি আদালতে মামলা চলছে নীরব মোদির বিরুদ্ধে।

আরও পড়ুন- ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত