অস্কারে যোগদানের আমন্ত্রণ পেলেন বিদ্যা এবং একতা  

0
1

চলতি বছরের অস্কারে ( oscar)। যোগদানের জন্য আমন্ত্রণপত্র এল বলিউড অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan), পরিচালক একতা কাপুর (Ekta Kapoor)এবং শোভা কাপুরের কাছে। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স সংক্ষেপে অস্কার সূত্রে এ খবর জানা গেছে। চলচ্চিত্র অন্যতম মর্যাদাপূর্ণ পুরষ্কার অস্কার। অস্কারের প্রধান পরিচালনা পর্ষদ তাঁদের পক্ষ থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ৩৯৫ জন শিল্পীর কাছে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে।

বিদ্যা বালানকে মনোনীত করা হয়েছে ‘তুমহারি সুল্লু’(tumhari sulu) এবং ‘কাহানি’ (kahani) ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য । বিদ্যা একমাত্র অভিনেতা যিনি এ বছর একাডেমির আমন্ত্রণ পেলেন। অন্যদিকে একতা কাপুর ‘ড্রিম গার্ল’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বইয়’-এর জন্য স্বীকৃত। একতার মা শোভা কাপুরও শাহিদ কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ এবং বিদ্যা অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’ ছবির জন্য এই আমন্ত্রণ পেয়েছেন।