টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসাবে অংশ নিতে চলেছেন মান্না প‍্যাটেল

0
1

প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে আসন্ন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) অংশ নিতে চলেছেন মান্না প‍্যাটেল(maana patel)। ২১ বছরের এই সাঁতারুকে ‘ইউনিভার্সিটি কোটা’ থেকে অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র দিয়েছে ভারতীয় সাঁতার সংস্থা। ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে অংশ নেবেন মান্না।

এই সুযোগ পেয়ে উচ্ছসিত মহিলা এই সাঁতারু। এদিন মান্না বলেন,”খবরটা পাওয়ার পর থেকে যেন ঘোরের মধ্যে আছি। দেশ বিদেশের কত ক্রীড়াবিদকে অলিম্পিক্সে অংশ নিতে দেখেছি। এ বার বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় আমার নামও লেখা থাকবে। সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাব, এটা ভেবেই দারুণ অনুভূতি হচ্ছে।”

মান্না প‍্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজেজু  এবং সাই । কিরন রিজেজু এদিন তাঁর টুইটারে লেখেন,” মান্না প‍্যাটেল প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসাবে টোকিও অলিম্পিক্সে অংশ গ্রহণ করছে। অনেক অভিনন্দন।”

আরও পড়ুন:উইম্বলডনে দর্শকাসনে বসে ফেডেরার ম‍্যাচ দেখলেন রবি শাস্ত্রী