দেশে মৃত্যু ৪ লক্ষের গণ্ডি ছাড়াল, নিম্নমুখী দৈনিক সংক্রমণ

0
1

আবারও কমল দেশের দৈনিক সংক্রমণ। সেইসঙ্গে মৃত্যুও হাজারের নীচেই রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। এই নিয়ে অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১২ জনের। মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারতের স্থান।
অন্যদিকে গত ১ সপ্তাহ দেশের দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন।
পাশাপাশি অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখনও অবধি টিকা পেয়েছেন ৩৪ কোটির বেশি মানুষ।