পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) অধ্যক্ষ ((Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ডেপুটি হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banarjee)। রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) পক্ষে আগেই ডেপুটি স্পিকার (Deputy Speaker) পদে প্রার্থী হিসেবে রামপুরহাটের (Rampurhat) দলীয় বিধায়কের নাম ঘোষণা করেছিল। প্রধান বিরোধী দল বিজেপি (BJP) এই পদে কোনও প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Uncontest) ডেপুটি স্পিকার নির্বাচন হতে চলেছেন। বিধানসভায় গেরুয়া শিবিরের মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Monojog Tigga) জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদে লড়বে না বিজেপি। তবে কেন বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেবে না, তা নিয়ে অবশ্য স্পষ্ট কোনও ব্যাখ্যা দেননি মাদারিহাটের বিজেপি বিধায়ক।
আরও পড়ুন-তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মাঝেই করোনা সামলাতে মন্ত্রীদের ‘গুরুদায়িত্ব’ মোদির
আগামিকাল, শুক্রবার ২ জুলাই শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। এরপর শনি ও রবিবার ছুটি। অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার শোকপ্রস্তাবের পরে মুলতুবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। এবং ওই দিনই হবে ডেপুটি স্পিকার নির্বাচন। কিন্তু বিজেপি প্রতিদ্বন্দ্বীতা না করায় বিনা বাধায় আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার হয়ে যাবেন।













































































































































