উইম্বলডন থেকে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস

0
3

উইম্বলডন( Wimbledon) থেকে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস( Venus Williams)। এদিন তিনি হেরে গেলেন তিউনিশিয়ার ওন্স জাবেউরের কাছে। ম‍্যাচের ফলাফল ৫-৭, ০-৬ । সেরিনার চোট পেয়ে ছিটকে যাওয়াই ম‍্যাচে প্রভাব ফেলেছে, ম‍্যাচ শেষে এমনটাই জানালেন ভেনাস।

এদিন তিনি বলেন,” চোখের জলে ও ভাবে বোনকে বিদায় নিতে দেখা মেনে নিতে পারেননি।ওই জিনিস দেখতে পারিনি। আমার কাছে বড় ধাক্কা ছিল। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও এক লহমায় ছিটকে যাওয়ার অনুভূতি ঠিক কেমন হয়, সেটা আমি জানি।”

সিঙ্গেলসে এ ছিটকে গেলেও, ভিনাস এখনও প্রতিযোগিতায় টিকে আছে। মিক্সড ডাবলসে খেলবেন তিনি। ডাবলসে তাঁর সঙ্গী নিক কিরিয়স।

আরও পড়ুন:উইম্বলডনে প্রথম ম্যাচে জয় পেলেন সানিয়া