১ জুলাই থেকে শুরু হল উত্তর কলকাতা জেলা যুব তৃণমূল কংগ্রেসের ব্যাপক কর্মযজ্ঞ। প্রতি ওয়ার্ডে রক্তদান শিবির ও ২০২৪ সালে দিল্লি দখলকে লক্ষ্য করে ২৪টি করে বৃক্ষরোপণ। বৃহস্পতিবার হল ১ এবং ২ নম্বর ওয়ার্ডে। রোজ দুটি করে ওয়ার্ডে হবে। জেলা যুব তৃণমূল সভাপতি অনিন্দ্য রাউত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রতি ওয়ার্ডেই ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। আপাতত চলতে থাকবে পরপর ওয়ার্ডে। প্রথম দিন বৃহস্পতিবার ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে চিকিৎসকদেরও সম্বর্ধনা দেয় তৃণমূল যুবরা।


আরও পড়ুন- নতুন ৮ টি থানা পাচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারেট, লাগাতার অশান্তির জেরে বিশেষ নজর ভাটপাড়া, জগদ্দলে


































































































































