আবার! মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা, স্কুটার থেকে ছিটকে পড়লেন দম্পতি

0
1

ফের চিনা মাঞ্জার (Chaina Yarn) জেরে দুর্ঘটনা (Accident)। ঘটনাস্থল সেই মা উড়ালপুল (Maa Flyover)। আজ, বৃহস্পতিবার সকালে স্কুটার চেপে দমদম থেকে জোকার দিকে যাওয়ার সময় চিনা মাঞ্জায় আটকে ছিটকে পড়েন এক দম্পতি। তাঁদের মধ্যে একজনের মাস্ক ছিঁড়ে কেটে গিয়েছে মুখও। গুরুতর আহত দম্পতিকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে বহুবার চিনা মাঞ্জার কবলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এই উড়ালপুলে। প্রশাসনের তরফেও নজরদারি চালানো হয়েছে। বাজারে চিনা মাঞ্জা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চিনা মাঞ্জায় ঘুড়ি ওড়ানো কমেনি। ফলস্বরূপ, আরও একটি দুর্ঘটনার সাক্ষী রইলো মা উড়ালপুল।