মহামেডান স্পোর্টিং ক্লাবে ( mohammedan sporting club)আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করল আদালত। আগামী ৩ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মহামান্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্য্যের ডিভিশন বেঞ্চ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছেন, যার জেরে মহামেডান ক্লাবের আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
লকডাউনের মাঝে কি কারণে নির্বাচন, তার কোনও সদুত্তর নেই। আর এই কারণে অসন্তুষ্ট হয়ে আগামী ৩ জুলাই আয়োজিত হওয়া নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত দেওয়া হয়।
শাসকগোষ্ঠীকে একটি এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেন মাননীয়া বিচারপতি। এছাড়া তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া অবধি ক্লাব নির্বাচন হবে না।
আরও পড়ুন:উইম্বলডন থেকে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস