সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় সায়নী ঘোষ। রাজনীতিতে তিনি কিছুদিন হয়েছে পা রেখেছেন। এরমধ্যেই তিনি একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। যদিও তিনি জয়ী হননি। তবে তৃণমূলের এক গুরু দায়িত্ব পেয়েছে সায়নী। তিনি এখন যুব তৃণমূল সভাপতি। এই পদ পাওয়ার পর থেকে আরও মন দিয়ে কাজ করে যাচ্ছে অভিনেত্রী। পাশাপাশি দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। বৃহস্পতিবার সায়নী পোস্ট করলেন কয়েকজন মহিলা পুলিশ যাঁরা ‘দাবাং’ সিনেমার গানটিতে নাচলেন এমন ভিডিও।
আরও পড়ুন-নারদ অভিযুক্তের সঙ্গে তুষার মেহতার বৈঠক কেন? গর্জে উঠলেন কুণাল
ভিডিওটি মাত্র ১৫ সেকেন্ডের। তাতে দেখা গিয়েছে কয়েকজন মহিলা পুলিশকর্মী সলমন খানের ‘দাবাং’ ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গে নাচছেন। তাতে সায়নী ক্যাপশন দিয়েছেন, Made my day..#OurdabanggGirls।
Made my day..#OurdabanggGirls pic.twitter.com/dpAjdpnCOD
— Saayoni Ghosh (@sayani06) July 1, 2021