প্রথা ভেঙে স্বামীর শেষযাত্রায় কাঁধ দিলেন মন্দিরা, প্রশংসা নেটিজেনদের

0
1

সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালো বন্ধু স্বামী রাজ কৌশলকে (Raj Kaushal) চোখের জলে চিরবিদায় জানিয়েছেন। তবে শেষযাত্রায় যেভাবে প্রথা ভেঙে স্বামীর ফুলে মোড়া শবদেহ তুলে নিলেন নিজের কাঁধেও, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এমন কাজের জন্য সমবেদনা ও শোকবার্তার পাশাপাশি প্রশংসাও কুড়িয়ে নিলেন অভিনেত্রী মন্দিরা বেদী (Actress Mandira Bedi)। মন্দিরাকে কুর্ণিশ জানালেন নেটিজেনরা।

 

রীতি অনুযায়ী, শবদেহ কাঁধে তুলে শ্মশান ঘাটের (Burning Ghat) দিকে এগিয়ে যান পুরুষরাই। কোনও মহিলা শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে এমন দৃশ্য সাধারণত কেউ দেখতে পান বলে মনে করা যাচ্ছে না ৷ এসব ক্ষেত্রে মূলত পুরুষদেরই ভূমিকা থাকে ৷ বাড়ির কেউ মারা গেলে বাড়ির স্ত্রী, মেয়েদের শ্মশানেও যেতে দেওয়া হয় না ৷ দীর্ঘদিন ধরে চলে আসা এই দৃশ্যে বদল দেখল গোটা দেশ ৷ আর সেই রীতি ভেঙে দিলেন এই অভিনেত্রী-সঞ্চালক।

 

গতকাল, বুধবার রাজ কৌশলের মৃত্যসংবাদ পৌঁছতেই রাজ-মন্দিরার বাড়িতে ভিড় জমেছিল বলি তারকাদের। উপস্থিত ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি, নেহা ধুপিয়া, অভিনেতা অঙ্গদ বেদী, রনিত রায়, অপূর্ব অগ্নিহোত্রী, দিনো মোরিয়া, আশিস চৌধরী প্রমুখ। শবদেহ বার করে আনা থেকে শুরু করে অ্যাম্বুল্যান্সে দেহ তোলা পর্যন্ত সমস্ত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষকৃত্যের আগের একাধিক ছবি নেটিজেনদের সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, মন্দিরা ২২ বছরের জীবন সঙ্গীর পাশ থেকে নড়েনি। তাঁর দেহ কাঁধে তোলা থেকে শুরু করে, নিয়ম অনুযায়ী, আগুনের মাটির কলসিও মন্দিরা তুলে নেন নিজের হাতে।