“উনি একটা নাটকবাজ জোকার”, ভুয়ো ভ্যাকসিন বিতর্কে মদনকে বেনজির আক্রমণ দিলীপের

0
3

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্রকে (Madan Mitra) এবার বেনজির ভাষায় আক্রমণ বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine) নিয়ে বিতর্কের মাঝেই তৃণমূল নেতাকে “জোকার” (Jocker) বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, ভুয়ো IAS ও তার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে এখন উত্তাল রাজ্য। যাতে লেগেছে রাজনীতির রঙ। কোন দলের নেতাদের সঙ্গে অভিযুক্ত দেবাঞ্জন দেবের ঘনিষ্ঠতা ছিল, তা নিয়ে বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে। এরই মাঝে মদন মিত্রের মন্তব্য ছিল, বাংলা তথা কলকাতায় সবচেয়ে দ্রুত গতিতে টিকাকরণ চলছে। তাঁর সন্দেহ, রাজ্যের নাম বদনাম করতেই বিরোধীরা এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড করতে পারে। মদন মিত্রের স্পষ্ট ইঙ্গিত, ভুয়ো IAS দেবাঞ্জনের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। আর তৃণমূল নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি।

মদন মিত্রকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওনার অনেক নাটক দেখেছি। পশ্চিমবঙ্গ রাজনীতিতে যত জোকার রয়েছেন, তার মধ্যে উনি একজন। যখন বলেছিলেন, তখন বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তখন উনি সুস্থ ছিলেন না। মদন মিত্রের অবান্তর কথাবার্তায় কেউ গুরুত্ব দেয় না।”

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল সাংসদ এই ভুয়ো ভ্যাকসিন চক্র না ধরালে টিকা নিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়তেন এবং তাঁর মৃত্যু হত সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলতেন মোদি ভুয়ো টিকা দিয়ে বাঙালিদের মেরে ফেলতে চাইছে।”

আরও পড়ুন:তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নদিয়া জেলাজুড়ে চলছে ‘দিদির বাজার’