চালু হল ‘জয় বাংলা’ বাস, নিখরচায় মিলবে পরিষেবা

0
2

বৃহস্পতিবার থেকে রাজ্যে চালু হয়েছে গণপরিবহণ। চালু হয়েছে বাস-মিনিবাস থেকে ট্যাক্সি পরিষেবাও। কিন্তু রাস্তায় বেরিয়ে অনেকেই বলছেন, ‘কোথায় বাস’? আজ রাস্তায় প্রায় ৩ হাজার সরকারি বাস নামার কথা ছিল। শুধু সরকারি নয়, অভিযোগ এদিন রাস্তায় দেখা মেলেনি বেসরকারি বাস, মিনিবাসেরও। অফিসের নিত্যযাত্রী, প্রয়োজনীয় কাজের জন্য পথে বেরোতে বাধ্য হওয়া মানুষ, সকলেই এদিন কম বেশি হয়রানির শিকার।

পোট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিকে সামনে রেখে ইতিমধ্যেই বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি। অন্যদিকে রাজ্য সরকারকে একপ্রকার না জানিয়েই ভাড়া বাড়িয়ে দিয়েছে অ্যাপ ক্যাবগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় নামল ‘জয় বাংলা’ বাস। সম্পূর্ণ বিনামূল্যে মিলবে এই বাস পরিষেবা।

জাতীয় বাংলা সম্মেলনের উদ্যোগে ও ‘Kolkata Bus-O-Pedia’ এবং ফোনেক্স গ্রুপের সহযোগিতায় দুপুর ১২টায় হাজরা মোড় থেকে এই কোভিড স্পেশাল বাস পরিষেবা চালু হয়। পরীক্ষামূলক ভাবে শুক্রবার থেকে ৩টি রুটে একটি বাস চালু করা হবে বলে খবর। রুটগুলি হল- ১)দমদম চিড়িয়া মোড় থেকে হাওড়া ময়দান, ২)হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, ৩)সল্টলেক সেক্টর ফাইভ থেকে গড়িয়া স্টেশন। এই বাসে উঠতে গেলে আগাম বুকিং করতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ৩ টি রুটের আলাদা আলাদা ফোন নম্বর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- নন্দীগ্রাম ভোটে কারচুপি! নথি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের