ভুয়ো আইএএস ও ভুয়ো টিকার নায়ক দেবাঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ ও তাকে পৃষ্ঠপোষকতার অভিযোগে গ্রেপ্তার হলেন অশোক রায়। ইনি একটি বাংলা দৈনিক কাগজের ডিরেক্টর। বিজ্ঞাপনব্যবসার সঙ্গে যুক্ত। একটি পত্রিকা প্রকাশ করে সমাজশুদ্ধির জ্ঞান বিতরণও করাতেন। সম্প্রতি একটি প্রথম সারির বাংলা দৈনিকের ডিরেক্টর হন। সেখানেও দেবাঞ্জনের ছবি প্রকাশ হত। যদি অশোক রায়ের এই দেবাঞ্জনযোগের সঙ্গে দৈনিকের মূল সম্পাদকীয় কাজকর্মের কোনো সম্পর্ক ছিল না। এই অশোক রায় দেবাঞ্জনকে বাড়ি ভাড়ার ব্যবস্থা থেকে অন্য নানা সাহায্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর জেরা চলছে বলে খবর। দুপুরে কোর্টে তোলা হতে পারে।
 
 






 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

























































































































