শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

0
2

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্যের DGP-র কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে বুধবার এই মামলার শুনানির পর রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে,

১) রাজ্যে কারা কারা সরকারি নিরাপত্তা পান

২) কেন শুভেন্দু অধিকারীকে সরকারি নিরাপত্তা দিয়েছিল রাজ্য সরকার এবং

৩) কোন কারণে রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করেছে৷

 

আগামীকাল, বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে এবং আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে৷