সংস্থার গোপন খবর জেনে নিয়ে শেয়ারবাজারে(share market) লেনদেন করে বাড়তি মুনাফা আদায়ের চেষ্টা বন্ধ করতে এবার আরো বেশি তৎপর হয়ে উঠল সেবি(SEBI)। জানিয়ে দেওয়া হল কোন ব্যক্তি এই ধরনের লেনদেনের খবর দিলে তাকে ১০ কোটি টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এতদিন পর্যন্ত এই পুরস্কার সর্বোচ্চ ছিল ১ কোটি টাকা। নথিভুক্ত সংস্থার পরিচালনায় স্বচ্ছতা আনতে বুধবার সেবি-র পরিচালন পর্ষদের বৈঠকে একাধিক বিষয়ে আইন বা নিয়ম সংশোধনে সায় দেওয়া হয়। তার মধ্যে ছিল এটিও।
আরও পড়ুন: চোটের কারণে উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস
এছাড়াও সংস্থার পর্ষদের স্বাধীন ডিরেক্টর নিয়োগ নিয়ে আইন সংশোধনের ক্ষেত্রে সায় দিয়েছে সেবি নতুন ব্যবস্থায় কোন ব্যক্তি স্বাধীন হওয়ার পরে পূর্ণ সময়ের দিরেক্টর হতে চাইলে তাকে কম করে এক বছর অপেক্ষা করতে হবে। পাশাপাশি স্বাধীন দিরেক্টর নিয়োগ পুনর্নিয়োগ বা অপসারণ করতে হলে শেয়ারহোল্ডারদের সভায় পাস করাতে হবে বিশেষ প্রস্তাব। এছাড়াও স্বাধীন ডিরেক্টর পর্ষদ থেকে ইস্তফা দিলে তার পুরো ইস্তফাপত্র প্রকাশ করতে হবে সংস্থার তরফে। এবং জানাতে হবে সংশ্লিষ্ট সংস্থার অন্য কোন কমিটিতে তিনি সদস্য আছেন কিনা। এছাড়াও শেয়ারবাজার ও মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত বিষয়ে আরো বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সেবি।
















































































































































