ভুয়ো আইএএস-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। ভিআইপি (V.i.p.) স্টিকার ও নীল বাতি (Blue Light) লাগানো গাড়ি নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডকে (Traffic Guard) সতর্ক করল লালবাজার (Lalbazar)। ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে থাকলে নথি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও নজরদারি চালাতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।
দেবাঞ্জনকাণ্ডের জেরে সতর্ক পুলিশ-প্রশাসন। ভ্যাকসিন ক্যাম্প আয়োজন নিয়ে আগেই নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোলও নীল বাতি ও ভিআইপি স্টিকার লাগানো গাড়ি নিয়ে মৌখিক নির্দেশিকা জারি হল। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের পরে, মঙ্গলবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আধিকারিক পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছেন আরেক যুবক। তাঁরও গাড়িতে নীল বাতি লাগানো ছিল। ছিল ভিআইপি স্টিকার।
এর প্রেক্ষিতে এবার সব ট্রাফিক গার্ডকে ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় দেখা গেলে বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করার মৌখিক নির্দেশ দিল লালবাজার ট্রাফিক কন্ট্রোল। পুলিশ লেখা গাড়ি থাকলেও নিতে হবে একই ব্যবস্থা। কোনও গাড়ির নথি নিয়ে সন্দেহ হলে স্থানীয় থানায় খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- প্রাক্তন পুরমন্ত্রীর চিঠি বর্তমানকে, অশোকবাবু কি হাত কামড়াচ্ছেন? প্রশ্ন তৃণমূলে






































































































































