নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন ক্ষমতায় আসার পর রাজ্যে শিক্ষক নিয়োগ হবে। সেইমতো প্রাথমিক (Primary) ও উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু ফের মামলার জালে জড়িয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আর এপ্রসঙ্গে বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “হাইকোর্টের ওপর আস্থা আছে। কোর্টের নির্দেশ সম্পর্কে কিছু বলব না। কিন্তু যখনই নিয়োগ হচ্ছে, তখনই কোর্টে মামলা করে দিচ্ছে। ৩-৪ বছর ধরে এটা চলছে। যারা করছে, তারা অন্যায় করছে। যারা মামলা করছে তারা কি সমাজের বন্ধু? এত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়”।
ইতিমধ্যেই ২১ জুন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। ওই দিনই উচ্চ প্রাথমিকে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানান মমতা। কিন্তু নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী। তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগ তোলেন তাঁরা। শুধু তাই নয়, কম নম্বর পেয়েও তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এখন কবে মামলা নিষ্পত্তি হয়ে নিয়োগ হয় সেদিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা।









































































































































