বুধবার সাতসকালেই ভূমিকম্পে (earthquake at Bhutan) কেঁপে উঠল ভুটান। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ভুটানের পারো ও লাগোয়া এলাকায় ওই কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এই নিয়ে গত ৩০ দিনে ১৯ বার ভূকম্পন অনুভূত হল ভুটানে।

সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রক (Sikkim Central weather officr)সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থিম্পুর দক্ষিণ পশ্চিম এলাকায়। কম্পাঙ্কের মাত্রা রিখটার স্কেলে ৩।
এই নিয়ে গত এক মাসের মধ্যে ভুটানে ১৯টি মৃদু ভূমিকম্প হয়েছে। সূত্র অনুযায়ী, ৪টি কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলের ৪ মাত্রার। ৮টি ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলের ৩ ও ৪ মাত্রার মাঝামাঝি। ৭টি কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলের ২ এবং ৩ মাত্রার মাঝামাঝি। সবকটি ভূমিকম্পের উৎস ছিল ভুটান লাগোয়া তিব্বতের লাসার দক্ষিণ পশ্চিমে।







































































































































