লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। রাজ্যে করোনার জেরে কড়া বিধি-নিষেধের কারণে চলছে না গণ পরিবহন। পরিষেবা দিচ্ছে অ্যাপ ক্যাব। এবার ক্রমগত পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৪ দুঁদে পুলিশ অফিসার! কারা জানেন?
অ্যাপ ক্যাবে যেখানে আগে প্রতি কিলোমিটারে ১০ থেকে ১২ টাকা করে চার্জ নেওয়া হত, সেখানে এখন লাগবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে করা হয়েছে ১ টাকা। সবমিলিয়ে ভাড়া বাড়ল প্রায় ১৫ শতাংশ। উদাহরণ হিসেবে, টালিগঞ্জ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া আগে ছিল ৩০০-৩৫০ টাকার আশেপাশে। এখন সেই ভাড়া বেড়ে হয়েছে প্রায় ৪৫০ টাকা।