১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ, জানাল আইসিসি

0
3

১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ছেলেদের টি-২০ বিশ্বকাপ( t-20 world cup)। মঙ্গলবার জানিয়ে দিল আইসিসি( icc)। ফাইনাল হবে  ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই টুর্নামেন্ট। প্রথমে ভারতের হওয়ার কথা থাকলেও, করোনার কারণে আমিরশাহি এবং ওমানে সরিয়ে নিয়ে যাওয়া হয় টি-২০ বিশ্বকাপ।

এদিন আইসিসির সিইও জিওফ অ‍্যালার্ডাইস বলেন,” আমাদের মূল লক্ষ্য ছিল টি-২০ বিশ্বকাপ সুরক্ষিতভাবে আয়োজন করা। যদিও আমরা হতাশ হয়েছি এই টুর্নামেন্ট ভারতে করতে না পেরে। তবে আমরা এই ইভেন্ট এমন একটি দেশে আয়োজন করছি, যেখানে বহু-দেশীয় ইভেন্ট আয়োজন ও জৈব-সুরক্ষিত পরিবেশ হিসেবে প্রমাণিত। আমরা বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সাথে কাজ করছি যাতে দর্শকরা ক্রিকেটের অসাধারণ একটি দৃশ্য দেখতে পায়।”

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বিসিসিআই মুখিয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য। আরব আমিরশাহি এবং ওমানে আয়োজন করা হবে টি-২০ বিশ্বকাপ। ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম। তবে দেশের করোনা আতিমারি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই কারণে আরব আমিরশাহি এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

এদিকে আমিরশাহি ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি বলেন, “ভারতীয় বোর্ড এবং আইসিসি আমাদের ওপর বিশ্বাস রাখায় আমরা গর্বিত। সুস্থ ভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি বলেন, “টি-২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য ওমানকে বেছে নেওয়া দেশের জন্য বড় মুহূর্ত। ”

আরও পড়ুন:দীপক টাংরিকে সই করাল এটিকে মোহনবাগান