জল্পনা উস্কে বিজেপির বৈঠকে অনুপস্থিত রাজীব, নেই কৈলাসও?

0
1

জল্পনা উস্কে দিয়ে রাজ্য বিজেপির বৈঠকে অনুপস্থিত থাকলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। মঙ্গলবার, কলকাতার হেস্টিংস অফিসে রাজ্য বিজেপির (Bjp) বৈঠক বসে। আমন্ত্রণ জানানো হয়েছিল রাজীবকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য রাজীবকে লিঙ্কও পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর কাছ থেকে কোনও সাড়া মেলেনি। সূত্রের খবর, উপস্থিত নেই কৈলাস বিজয়বর্গীয়ও (Kailash Vijaybargya)।

 

রাজ্যে আগামী কয়েক মাসের মধ্যে হাওয়া নির্বাচন নিয়ে দলের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন। খসড়া কর্মসূচি পেশ হওয়ার পর তা চূড়ান্ত হবে। করোনার কারণে রাজ্য কমিটির অনেক সদস্যের কাছেই ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য অডিও-ভিডিও লিঙ্ক পাঠানো হয়। দলের এই বৈঠকে না কি ভার্চুয়ালি রয়েছেন সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ অন্য নেতারা। আরেকটি সূত্রে খবর, এঁরা বৈঠকে অনলাইন হননি। তবে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ব্যক্তিগত কারণে সশরীরে বৈঠকে থাকতে পারছেন না। অমিত মালব্য, দিলীপ ঘোষ ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন প্রাক্তন দুই রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagato Ray) এবং রাহুল সিনহা (Rahul Sinha)। উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ, জয়প্রকাশ মজুমদার, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু। দীর্ঘদিন পরে বৈঠকে উপস্থিত রয়েছেন অনুপম হাজরা। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে অবশ্য কিছুটা বেসুর শোনা গিয়েছিল অনুপমকে। জেলা নেতাদের নিয়ে মোট তিনশো কুড়ি জন বৈঠকে উপস্থিত রয়েছেন। সভায় যোগ দেওয়ার কথা জেপি নাড্ডার (J p Nadda)।

 

তবে এদিনের বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকার ঘটনা যথেষ্ট জল্পনা বাড়িয়েছে। কারণ, সাম্প্রতিক অতীতে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তাঁর তৃণমূলের ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। এই পরিস্থিতিতে তাঁর উপস্থিত না থাকা জল্পনা বাড়িয়েছে। একইসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় না থাকা নিয়েও চর্চা রাজনৈতিক মহলে।