বিধায়ক-পরিচালক রাজের সৌজন্যে এককাট্টা টলিপাড়া! বুধবার শুরু ধারাবাহিকের শুটিং

0
1

অবশেষে জট কাটলো টলিউডে (Tollywood)। অনিশ্চয়তা, অপেক্ষার অবসান। আগামিকাল, বুধবার থেকে ফের সচল হচ্ছে টলিপাড়া। লাইট, সাউন্ড, একশন নিয়ে নতুন ধারাবাহিকের শুটিং শুরু। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও প্রখ্যাত পরিচালক (Director) তথা ব্যারাকপুরের (Barrackpur) তৃণমূল বিধায়ক (TMC MLA) রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সৌজন্যে মিললো সমাধান সূত্র। মিটে গেলো আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রযোজক গিল্ডের মতবিরোধ।

প্রসঙ্গত, টলি পাড়ায় নতুন যে সব ধারাবাহিকের প্রোমো সম্প্রচারিত হয়ে গিয়েছিল, সেইসব ধারাবাহিকের শুটিং শুরু হবে আগামিকাল। এ প্রসঙ্গে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “ছোটখাটো কিছু ভল বোঝাবুঝি ছিল, যা মিটে গিয়েছে। একটি পরিবারের মধ্যে যেমনটি হয়ে থাকে আমরা সবাই এক পরিবারের। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও প্রযোজক গিল্ড, সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটেছে। সকলেই ইন্ডাস্ট্রির ভাল চান।”

আরও পড়ুন- বিজেপির বৈঠকে নাড্ডার ‘অপপ্রচার’, দেখে নিন বাস্তবটা কী