প্রয়োজনমতো টিকা পাঠাচ্ছে না কেন্দ্র। ঘাটতি দেখা দিয়েছে ভ্যাকসিনের (Vaccine)। ফলে, বুধ ও বৃহস্পতিবার কলকাতা পুরসভার অন্তর্গত ভ্যাকসিনেশন সেন্টারে শুধু দ্বিতীয় ডোজই (Dose) দেওয়া হবে। জানালেন স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর অজয় চক্রবর্তীর (Ajay Chakraborty) । জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত দ্বিতীয় টিকাকেই প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। জেলাগুলিকেও দ্বিতীয় ডোজের জন্য টিকার ৫০ শতাংশ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অজয় চক্রবর্তী জানান, কলকাতা পুরসভা দ্রুত টিকাকরণ সেরে ফেলতে চাইছে। কিন্তু ভ্যাকসিনের ঘাটতির কারণে আপাতত দ্বিতীয় টিকার উপরই জোর দেওয়া হচ্ছে।
ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে সতর্ক রাজ্য। এই বিষয়ে নজর রাখতে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। সব নথি জমা দিয়ে আবেদনের পর তা খতিয়ে দেখেই বেসরকারি সংস্থাগুলিকে শিবির খোলায় অনুমতি দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। কোথায় টিকাকরণ হচ্ছে- তার তালিকাও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই তালিকায় নাম না থাকা সব শিবিরই বেআইনি। স্বাস্থ্যভবনের তরফে ইতিমধ্যেই শুধুমাত্র সরকারি ও বেসরকারি হাসপাতালে টিকাকরণ কর্মসূচি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে




































































































































