প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ

0
1

উইম্বলডনে(Wimbledon)প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ(Novak Djokovic)। এদিন ইংল্যান্ডের জ্যাক ড্রেপারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জোকার। ম‍্যাচের ফলাফল ৪-৬, ৬-১, ৬-২, ৬-২।

করোনা(Corona) অতিমারির জন্য ২০২০ সালে বাতিল হয়ে গিয়েছিল উইম্বলডন। তবে ২০২১ সবরকম ব‍্যবস্থা নিয়েই শুরু করা হল এই টুর্নামেন্ট। উইম্বলডনে প্রথম ম‍্যাচে জয় পেলেও, ১৯ বছর বয়সি প্রতিপক্ষের সঙ্গে প্রথম সেটে লড়াই করেই জিততে হয় জোকোভিচকে। বৃষ্টির কারণে ছাদে ঢাকা সেন্টার কোর্টে খেলতে হয় জোকোভিচকে।

এদিন ম‍্যাচ জিতে জোকোভিচ বলেন,”দারুণ লাগছে সেন্টার কোর্টে ফিরে। টেনিস বিশ্বের সম্ভবত সব চেয়ে পবিত্র কোর্ট এটি। গত বার অনেক খেলায়াড়েরই খুব খারাপ লেগেছিল উইম্বলডন বাতিল হওয়ায়। এ বার প্রতিযোগিতায় প্রথম দিনটা ঠিক মনের মতো না হলেও এক একটা দিন ধরে এগোতে চাই। এই কোর্টে কোনও ম্যাচকেই হাল্কা করে দেখিনি।”

আরও পড়ুন:মঙ্গলবার ইউরো কাপে শেষ ষোলোর হাইভল্টেজ ম‍্যাচে ইংল‍্যান্ডের মুখোমুখি জার্মানি