গড়বেতা ১,১১,১১১ এবং শালবনি ব্লকগুলিতে জেলা সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতরের পর্যালোচনা সভা করলেন বিভাগীয় মন্ত্রী ডা. মানস ভুঁইয়া।
তিনটি ব্লকের বিডিও, এসডিও (সদর),
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা,
তিনটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা, অঞ্চল প্রধান, থানার ওসি ,আইসি উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার কৃষি ও কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে এবং কৃষি কাজের সুযোগ বাড়াতে মাটির উপরের জলরাশিকে সঠিক ব্যবহারের জন্য ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করেছেন।
বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সাহায্যে এই দফতরের অধীনে এই ধরনের কর্মসূচিগুলি রূপায়নে জোর দেওয়া হচ্ছে । জঙ্গলমহল এলাকাগুলিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ।
 
 
সমস্ত কাজ সুষ্ঠভাবে রূপায়নের লক্ষ্যে সোমবার চারটি ব্লকের দুটি বিধানসভার বিধায়কদের চেয়ারম্যান এবং বিডিওদের আহ্বায়ক করে পঞ্চায়েত সমিতির সভাপতি,
কর্মাধ্যক্ষ ,অঞ্চল প্রধানদের, স্থানীয় ওসি- আইসি এবং বিভাগীয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের রেখে এসডিও কে চিফ অ্যাডভাইজার করে একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে।
এই কমিটি দফতরের সব কাজ পর্যালোচনা করবে এবং আগামী দিনে কি কি কাজ হবে তার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবে বলে জানা গিয়েছে।
গড়বেতা এলাকাতে বালি, পাথর এবং মোরামের নিয়ম বহির্ভূত ব্যবসা বন্ধ করার আবেদন করেন ডা. মানস ভুঁইয়া ।










































































































































