অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়

0
1

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়(Bhaskar Ganguly) । রবিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হঠাৎ করেই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি গোলকিপার। তবে এখন স্থিতিশীল তিনি।

জ্বর পাশাপাপাশি শরীরের অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে ভাস্কর গঙ্গোপাধ্যায়ের। যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। একটা সময়ে অক্সিজেন স‍্যাচুরেশন কমে ৯১ তে নেমে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউ বিভাগে তাঁকে ভর্তি করতে হয়। রাতে আইসিইউ-তে রাখা হয়েছিল ভাস্কর গঙ্গোপাধ্যায়কে। তবে সোমবার সকালে সেখান থেকে হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয়। করোনা টেস্ট করানো হয়, তবে রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর।

ভাস্কর গঙ্গোপাধ্যায় বন্ধু এবং প্রাক্তন ফুটবলার মিহির বসু বলেন, “গতকাল সন্ধ‍্যা থেকেই ভাস্করের জ্বর এসেছিল। একটা সময় জ্বর একশো ছাড়িয়ে যায়, অক্সিজেন স‍্যাচুরেশন কমে ৯১ তে নেমে যায়। সঙ্গে সঙ্গে ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তি করানো হয়। ওর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ সকালে আইসিইউ থেকে বের করে ওকে এখন কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। ভাস্কর আপাতত ভাল আছে।”

কিছুদিন আগেও পরিবারের সদস্যদের কথা অমান্য করেই ইস্টবেঙ্গল ক্লাব আয়োজিত ত্রাণ শিবিরে অংশ নিয়েছিলেন ভাস্কর। এদিকে প্রাক্তন গোলরক্ষকের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল কর্তারা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে।

আরও পড়ুন:প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ