”বিকৃত মানচিত্র” কাণ্ড: গ্রেফতার টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী

0
3

ভারতের ”বিকৃত মানচিত্র” (Distorted Map) কাণ্ডের অভিযোগে এবার টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে (Manish Maheswari) গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)।

মণীশের বিরুদ্ধে বুলন্দ শহরে বজরং দলের নেতা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়ন টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে।
”বিকৃত মানচিত্র” কাণ্ডে মণীশ মাহেশ্বরীকে ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের হয়।

উল্লেখ্য, ভারত ভূখণ্ডের বাইরে জম্মু-কাশ্মীর ও লাদাখ! গতকাল, সোমবার টুইটারের “Tweep Life” বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়। আর টুইটার ইন্ডিয়ারবেই ”বিকৃত মানচিত্র”-কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। আর এরপর ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক হলেন টুইটারের ম্যানেজিং ডিরেক্টর।

আরও পড়ুন:ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী, মামলার তথ্য চেয়ে পাঠাল ইডি