কাভানির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারাল উরুগুয়ে

0
1

কোপা আমেরিকা( Copa America) ম‍্যাচে প্যারাগুয়েকে ( Paraguay) হারাল উরুগুয়ে( Uruguay)। ম‍্যাচের ফলাফল ১-০। উরুগুয়ের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন কাভানি( cavani)। এই জয়ের ফলেই ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রাখল উরুগুয়ে। শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে দুটো দলই যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম‍্যাচের ১৯ মিনিটেক মাথায় পেনাল্টি পায় উরুগুয়ে। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেনি কাভানি। পেনাল্টি থেকে কাভানির গোলে ১-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হন সুয়ারেজরা। ওপর দিকে প‍্যারাগুয়ে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়