পুর পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পুরসভা। পুরসভার ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি অঞ্জু তেওয়ারি এই খবর জানিয়েছেন । সেইসঙ্গে খোলা হল ২৪ ঘন্টা দিনরাতের পরিষেবা। পুর নাগরিকদের পরিষেবা দিতে বিশেষ হেল্পলাইন নম্বার চালু করা হল। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করলেন ২২ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি।
২৪ ঘন্টার এই পূর পরিষেবা এলাকার নাগরিকদের দেওয়া হবে। এলাকার পুর নাগরিকরা কোনও রকম সমস্যায় পড়লে হেল্পলাইন নাম্বারে ফোন করলে ওয়ার্ডের পুরকর্মীরা ১০ মিনিটের মধ্যে তাদের দুয়ারে পৌঁছে গিয়ে পরিষেবা দিয়ে আসবেন।