কবীর সুমনকে দেখতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী 

0
1

অসুস্থ কবীর সুমনকে (Kabir Suman) দেখতে হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee)। শিল্পী কবীর সুমনকে (Kabir Suman) দেখতে সোমবার বিকেলে এসএসকেএম-এ(sskm) আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এদিন নবান্ন থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে প্রায় আধঘন্টা মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ডে ছিলেন। কবীর সুমনের চিকিৎসার ব্যাপারে উপস্থিতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন । বিস্তারিতভাবে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর নিচে নেমে আসেন। রবিবার গভীর রাতেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের উডবার্নে ভর্তি হন কবীর সুমন। কোভিড টেস্ট সহ নানা ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। শিল্পীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ।