আলাদা রাজ্যের দাবি শুনে সোমবার রাজভবনে ফিরছেন ধনকড়

0
1

আলাদা রাজ্যের দাবি সহ নানা অত্যাচারের অভিযোগের স্মারকলিপি সংগ্রহ করে সোমবার অবশেষে দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সরকারি সূত্রের খবর, সোমবার সকালে দার্জিলিঙের রাজভবন থেকে রওনা হয়ে বাগডোগরায় পৌঁছবেন রাজ্যপাল। সেখান থেকে দুপুরের বিমানে কলকাতায় ফিরবেন।

গত ২১ জুন রাজ্যপাল আচমকা দার্জিলিং সফরে পৌঁছন। তার কদিন আগে থেকে আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা(John Berla)। ফলে, রাজ্যপাল দার্জিলিঙে পৌঁছালে তাঁর সঙ্গে জন বার্লার দেখা হবে বলে জল্পনা বাড়ে। সেই জল্পনা সত্যি হয়। দার্জিলিঙের রাজভবনে জন বার্লা ও কুমারগ্রামের ৯ জন পঞ্চায়েত প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। তবে জন বার্লা আলাদা রাজ্যের দাবি নিয়ে সে দিন রাজভবনের বাইরে বেরিয়ে কিছু বলেননি। তিনি জানিয়ে দেন, তাঁরা ভোট পরবর্তী হিংসার অভিযোগ জমা দিয়েছেন।

ঘটনাচক্রে, রাজভবনে রাজ্যপালের কাছে দার্জিলিঙের একাধিক সংগঠন গিয়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবি জানিয়েছেন। সেই সংক্রান্ত স্মারকলিপিও রাজ্যপাল গ্রহণ করেছেন।

আরও পড়ুন- দিঘায় নয়া চমক মেরিন ড্রাইভ, ভাসমান রেস্তোরাঁ ও হাউসবোট: জানালেন পর্যটনমন্ত্রী