ভুয়ো IAS দেবাঞ্জনের Whatsapp চ্যাট উদ্ধার, হার্ড ডিস্কে প্রভাবশালীদের ছবি!

0
1

প্রতারণা (Cheating) আর জালিয়াতিকে (Fraud) কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev)। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রী-প্রভাবশালী থেকে শুরু করে সেলিব্রিটি, এমনকী তার আত্মীয়-পরিজনরাও দেবাঞ্জনের প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন। ভুয়ো IAS-এর জাল বহুদূর পর্যন্ত ছড়ানো। লালবাজারের (Lalbazar) গোয়েন্দাদের যা দেখে চক্ষু চড়ক গাছ। এবার দেবাঞ্জনের হোয়াটসঅ্যাপ (Whatsapp) থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার করলেন তদন্তকারীরা। যা সে ডিলিট করে দিয়েছিল। ভুয়ো IAS-এর ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ অন ছিল। সেখান থেকেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে।

 

দেবাঞ্জনের মাদুরদহের বাড়ি ও অফিসে তল্লাশি তিনটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ল্যাপটপ ও ৫টি হার্ড ডিস্ক উদ্ধার করেছে পুলিশ। সেই ফোনগুলি থেকে হোয়াটঅ্যাপ চ্যাট হাতে এসেছে তদন্তকারীদের। কবে, কখন, কার সঙ্গে কী কী বিষয়ে দেবাঞ্জনের কথাবার্তা হয়েছে, এই সমস্ত বিষয়ে বহু তথ্য হাতে এসেছে পুলিশে। যা তদন্তের কাজে খুব গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে। এছাড়া বাজেয়াপ্ত হার্ড ডিস্ক থেকেও প্রচুর ছবি ও ভিডিও পেয়েছেন তদন্তকারীরা। প্রভাবশালী, বিখ্যাত এবং রাজনৈতিক ব্যক্তির সঙ্গে নিজের ছবি সেই হার্ড ডিস্কে রেখে দিয়েছিল দেবাঞ্জন। এই ছবিগুলি দেখিয়েই দেবাঞ্জন

প্রতারণার ফাঁদ পাততো বলেই মনে করছে পুলিশ।