ডাবগ্রাম ফুলবাড়ির ( North Bengal) বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের (BJP MLA Shikha Chatterjee) বাড়ির সামনে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ দেখানো হল। ডাবগ্রাম ২ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি রনি পাল জানান, বাংলা ভাগ হতে দেব না। যতদিন রক্ত আছে ততদিন বাংলা ভাগ করতে আমরা দেব না । তিনি আরো বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাংলা ভাগের কথা বলেছেন। এই বাংলা ভাগের কথা মানুষ মেনে নেবে না । এদিকে বিধায়ক শিখা দেবী বলেন, উত্তরবঙ্গে কোনও উন্নতি গত ১০ বছরে হয়নি। উত্তরবঙ্গে যে উত্তরকন্যা দফতর রয়েছে সেখানে কোনো কাজকর্ম হয় না বলেও বিজেপির বিধায়কের দাবি । তিনি এও বললেন, শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার মধ্যে। কেন এরকম হবে! এদিকে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করলেও তাঁদের কথা তিনি কখনও শুনতে চান না। শিখা দেবী জানান, তিনি সকলের সঙ্গে কথা বলেন থাকেন।