সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে বেড়িয়ে গেলন গ্যারেথ বেল( Gareth Bale)। ইউরো কাপে( Euro cup) প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের ( Denmark )কাছে ৪-০ গোলে হারে ওয়েলস( wales)। এরপরই সাংবাদিক সম্মেলনে আসেন বেল। সেখানে এক সাংবাদিকের প্রশ্ন পছন্দ না হওয়ায়, সাংবাদিক সম্মেলন ছেড়ে বেড়িয়ে যান তিনি।
হারের পরে সাংবাদিক সম্মেলনে তাকে উদ্দেশ্য করে এক সাংবাদিক প্রশ্ন করা শুরু করেন, “ম্যাচের আগে আপনাকে অবসর নিয়ে প্রশ্ন করা হলে আপনি বলেছিলেন আপনি দেশের হয়ে আর ও একটি ম্যাচ খেলতে চান …।” প্রশ্ন সম্পূর্ণ হওয়ার আগেই সাংবাদিক সম্মেলন ছেড়ে বেড়িয়ে যান বেল। বেলের এই আচরণে হতবাক হয়ে যান উপস্থিত সবাই।
ডেনমার্কের কাছে হার। নিজেও সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ। গতকালের ম্যাচ নিয়ে টানা দেশের হয়ে ১৫ ম্যাচে গোল নেই বেলের।
আরও পড়ুন:তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় অভিষেক বর্মার













































































































































