অস্ট্রেলিয়ার একটি ক্লাবে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে যুবরাজ, গেইল, তিলকরত্নে দিলশানদের

0
1

সবকিছু ঠিকঠাক থাকলে একই ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে যুবরাজ সিং(Yuvraj Singh),  ক্রিস গেইল(Chris Gayle), এবি ডি ভিলিয়ার্স(AB de Villiers), তিলকরত্নে দিলশানদের( tillakaratne dilshan)। অস্ট্রেলিয়ার একটি কমিউনিটি ক্রিকেট ক্লাব মালগ্রেভ যুবরাজ সিং, ক্রিস গেইল, ডিভিলিয়ার্সদের দলে নিতে চলেছে। জানা সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন গ্রীষ্ম এই ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে যুবরাজদের।

ইতিমধ্যেই শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এবং উপুল থরঙ্গার সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে। প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য।

মালগ্রেভ ক্লাবের প্রেসিডেন্ট পুল্লেনায়েগম এক সাক্ষাৎকারে বলেন, ” আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে দল গড়তে চাইছি আমরা। ইতিমধ্যেই দিলশান, সনৎ ও থরঙ্গাকে দলে নিতে সক্ষম হয়েছি। বর্তমানে আরও কিছু সম্ভাব্য ক্রিকেটারদের দলে নেওয়ার ব‍্যাপারে কথাবার্তা চলছে। ক্রিস গেইল এবং যুবরাজ সিংয়ের সঙ্গে প্রায় ৯০ শতাংশ পাকা কথা সেরে ফেলেছি আমরা। চুক্তি সম্পূর্ণভাবে পাকাপাকি করার আগে আমাদের আরও কিছু জিনিস ঠিকঠাক করতে হবে। তবে বর্তমান গোটা প্রক্রিয়াটি ঠিক পথেই এগোচ্ছে।”

আরও পড়ুন:অভিযুক্ত সুশীল কুমারের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন দিল্লি পুলিশের একটি দল