টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics )আগে চোটের কবলে ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া( Bajrang Punia)। টোকিও অলিম্পিক্স শুরু হতে হাতে আর মাত্র একমাস বাকি। তার আগে পুনিয়ার চোট চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে।
রাশিয়ায় আলি আলিভ প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন বজরং। সেখানে সেমিফাইনালে খেলতে নেমে ডান হাঁটুতে চোট পান তিনি। বজরং প্রতিপক্ষের ডান পা লক্ষ্য করে আক্রমণ হানেন। জবাবে পাল্টা বজরংয়ের ডান পা ধরে কুদয়েভ টান দিলেই ঘটে বিপত্তি। ব্যাথায় কাতর ভারতীয় তারকা কুদয়েভের পিন করার আগেই হাল ছেড়ে দেন। রেফারি সঙ্গে সঙ্গে ম্যাচ থামিয়ে ফিজিওকে ডাক দেন। বজরং ম্যাচ ছাড়তে বাধ্য হন।
পুনিয়ার চোট পাওয়ার পর তাঁর প্রশিক্ষক শাকো বেনটিনিডিস বলেন,” এখন ঠিক আছে বজরং। ব্যথা কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে। খুব একটা বড় চোট বলে মনে হচ্ছে না। দ্রুত সুস্থ হয়ে উঠবে পুনিয়া।”
আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই











































































































































