রবিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সর্বত্র এবং সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের দিকে সরছে।
পাশাপাশি, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উত্তরবঙ্গের বায়ুমন্ডলে ঢোকার কথা। তাতেই ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে কোচবিহারেও। দার্জিলিঙের পার্বত্য এলাকা বৃষ্টির বহর বাড়তে পারে। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা এখনই নেই। তবে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত, শহরাঞ্চলে নিকাশি বেহাল থাকলে জল জমে চরম দুর্ভোগের আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামতে পারে। তাই রবিবার ও সোমবার উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া মন্ত্রক।
আরও পড়ুন-রবিশঙ্কর প্রসাদের পর এবার সাংসদ অর্জুন সিংয়ের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার
আগামী সোমবার থেকে মালদহ ও উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে। পাশের জেলা দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ সন্নিহিত এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।









































































































































