কার্যকর হতে চলেছে নয়া নিয়ম, এবার বাড়িতেই চিকিৎসা করালে পাওয়া যাবে বিমার টাকা

0
1

নভেল করোনাভাইরাসের সংক্রমণ গোটা চিকিৎসা পদ্ধতি ও রীতিনীতিগুলিকেই বদলে দিয়েছে। সব রোগের ক্ষেত্রে হাসপাতাল ভর্তির মতো পরিস্থিতি থাকে না। করোনাকালে আবার বেড সঙ্কটের কারণে অনেক রোগীর বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। ফলে ওষুধপত্র, নার্সিং, ডাক্তার নিয়ম করে বাড়িতে এসেই রোগীর চিকিৎসা করেন। ফলে স্বাস্থ্যবিমা থাকলেও এসবের সমস্ত খরচ বহন করতে হয় বাড়ির সদস্যদেরই। কিন্তু এবার থেকে বিমা সংস্থা সেই খরচ জোগাবে। এখন থেকে বাড়িতেই চিকিৎসা করালে পাওয়া যাবে বিমার টাকা। সরকারি ও বেসরকারি সাধারণ এবং স্বাস্থ্যবিমা সংস্থাকে এমন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া।

বিমা সংস্থাগুলিকে বলা হয়েছে, চলতি পলিসিগুলিতে গ্রাহকদের এই সুবিধা দিতে হবে। এই সুবিধা গ্রাহকদের নিতে হবে ‘রাইডার’ হিসেবে। কী এই রাইডার?

স্বাস্থ্যবিমা বাবদ যে প্রিমিয়াম দেন, তার চেয়ে বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। সেই অর্থের পরিমাণ স্থির করবে বিমা সংস্থাগুলি। চিকিৎসার খরচ সংক্রান্ত ঝুঁকি, চিকিৎসার খরচ মেটানোর শর্ত, রোগীর বয়স প্রভৃতির উপর নির্ভর করবে প্রিমিয়ামের টাকার অঙ্ক। এ ব্যাপারে বিমা বিক্রির ব্যাপারে আগেই যাবতীয় তথ্য জানাতে হবে গ্রাহককে। কত দিন পর্যন্ত বাড়িতে চিকিৎসায় কী কী খরচ জোগাবে স্বাস্থ্যবিমা সংস্থাগুলি, সেই বিষয়গুলির স্পষ্ট করে উল্লেখ রাখতে হবে পলিসি সংক্রান্ত চুক্তিতে।

আরও পড়ুন-জর্জ ফ্লয়েড খুনের শাস্তি, প্রাক্তন পুলিশ কর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড আমেরিকায়

তবে বাড়িতে চিকিৎসা চলাকালীন যে কোনও সময় গুরুতর সমস্যা হতে পারে রোগীর। জানা গিয়েছে, সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করার পরও যাতে চিকিৎসা খরচ মেলে, সেই বিষয়েও স্পষ্ট তথ্য থাকতে হবে বিমার শর্তে।