আবারও দিঘার হোটেলের (Dirgha Hotel) রুম থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ওই ব্যক্তি হোটেলেরই কর্মচারী। গতকাল, শুক্রবার রাতে দিঘার একটি হোটেলের রুম থেকে সেই হোটেলেরই এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শ্রীকৃষ্ণ কামিলা। বাড়ি এগরার বোলকুশদা এলাকায়।
আজ, শনিবার সকালে হোটেলের রুমে সিলিং ফ্যানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোটেলের অন্যান্য কর্মীরা। পুলিশে খবর দেওয়া হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মাস পাঁচেক আগে এই হোটেলে কাজে যোগ দিয়েছিলেন মৃত শ্রীকৃষ্ণ।
আরও পড়ুন-বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর
উল্লেখ্য, কয়েকদিন আগেই দীঘারই একটি হোটেল থেকে সেই হোটেলের মালিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। হাওড়ার বাসিন্দা ওই হোটেল মালিক অবশ্য খুন হয়েছিলেন। তারপর কয়েক দিন কাটতে না কাটতেই ফের রহস্য মৃত্যু দীঘার হোটেলে।