সাগর রানা ( Sagar rana) হত্যা কাণ্ডে অভিযুক্ত সুশীল কুমারের( sushil kumar) সঙ্গে ক্যামারার সামনে পোজ দিয়ে ছবি তুললেন দিল্লি পুলিশের একটি দল। নিমিষেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। এই ছবি প্রকাশ্যে আসতেই না আসতেই দানা বেঁধেছে বিতর্কের। ছবিতে দেখা যায় দিল্লি পুলিশের একদল সেলফি তুলছেন সুশীলের সঙ্গে। কখনও আবার ক্যামেরার সামনে পোজ। করোনা কালে কারও মুখে নেই কোন মাস্ক।
গত মে মাসের শেষের দিকে দিল্লির মুন্ডাকা থেকে গ্রেফতার করা হয় সুশীলকে। গতকালই তিহার জেলে নিয়ে যাওয়া হয় অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরকে।
গত মে মাসের শুরু দিকে ছত্রসাল স্টেডিয়াম সাগর রানাকে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর সুশীলই হত্যা করেছেন সাগর রানাকে।
আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের আগে চোটের কবলে কুস্তিগীর বজরং পুনিয়া