তিহার জেলে নিয়ে আসা হল সুশীলকে

0
1

শুক্রবার তিহাড় জেলে নিয়ে আসা হল সুশীল কুমারকে( Susil kumar)। সাগর রানা হত‍্যা কাণ্ডে এতদিন মান্ডোলি জেল ছিলেন তিনি। কড়া নিরাপত্তায় এদিন তিহার জেলে নিয়ে আসা হল সুশীলকে।

তিহাড় জেলের অধিকর্তা সন্দীপ গোয়েল এদিন বলেন, “কড়া নিরাপত্তার মধ্যে ২ নম্বর জেলে নিয়ে যাওয়া হয় সুশীলকে।”

সাগার রানা হত‍্যা কাণ্ডে পর প্রায় ১৮ দিন গা ঢাকা দিয়ে থাকেন সুশীল। এরপর পাঞ্জাবের একটি গ্রাম থেকে সুশীলে আটক করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার পরদিন সকালে বাড়ি থেকে পালিয়ে যান সুশীল। শালিমারবাগের কাছে এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করে গাড়ি নিয়ে উত্তরাখন্ডে চলে যান তিনি। সেখান থেকে মুজফফরনগর হয়ে ফের দিল্লি ফেরেন সুশীল।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে ইসিবির কাছে আবেদন বিসিসিআইয়ের