মান্দারিন ভাষার পাসওয়ার্ড পেল STF, হানের ল্যাপটপ থেকে মিলছে নানা তথ্য

0
1

অবশেষে মান্দারিন ভাষায় তৈরি পাসওয়ার্ডের হদিস পেল পুলিশ। তাতেই খুলে গেল মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা গুপ্তচর সন্দেহ ধৃত হান জুনওয়ের (Han Junwe) ল্যাপটপ। সেই ল্যাপটপে প্রথম পর্যায়ের খোঁজখবর চালিয়ে স্পেশাল টাস্ক ফোর্স নানান তথ্য পেয়েছে। চিনের কিছু ছবি, ভারতের নানা এলাকার মানচিত্র রয়েছে। হায়দরাবাদের এক ব্যবসায়ীর সঙ্গে হানের যোগাযোগ প্রমাণ ল্যাপটপে মিলেছে। সেই ব্যবসায়ীকে খুঁজছেন এসটিএফের গোয়েন্দারা।

মান্দারিন ভাষায় ল্যাপটপের পাসওয়ার্ড থাকায় সেটি খুলতে পারছিল না এসটিএফ। অবশেষে দু’সপ্তাহের মাথায় তা খুলতে পেরেছেন তাঁরা। এর আগেই হানের আই-ফোন ক্র্যাক করতে পেরেছিলেন গোয়েন্দারা। শুক্রবার হানকে ফের আদালতে হাজির করানো হবে। তদন্তের প্রয়োজনে গোয়েন্দারা পের হানকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন।

আরও পড়ুন-বঙ্গভঙ্গের চক্রান্তে জড়িত বিচ্ছিন্নতাবাদীরাও: অভিযোগ করতেই হুমকি-চিঠি ২ তৃণমূল নেতাকে

গত ১০ জুন মালদহের মিলিক সুলতানপুরে বিএসএফের হাতে ধরা পড়ে হান। তার বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারি ছিল। হানের বিরুদ্ধে ভারত থেকে ভুয়ো নথি দেখিয়ে প্রায় ১৩০০ সিম কার্ড কিনে চিনে পাচার করার অভিযোগ রয়েছে। ওই সিম শাগরেদদের অন্তর্বাসের তলায় লুকিয়ে পাচার হয়েছে বলে গোয়েন্দারা জেনেছেন। হান প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ দৃঢ় গোয়েন্দাদের। সেই সঙ্গে হান যে চিনের গুপ্তচর হিসেবে ভারতে ঢুকে নানা তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছিল এবং বড় কোনও ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা।